নড়াইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ১৭, ২০২২
62
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
রিপন বিশ্বাস নড়াইল জেলা প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ পলাশ ফকির(৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।
গত শুক্রবার ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার কুড়িগ্রাম থেকে ৪০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয় ।
আটক পলাশ ফকির লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের মোঃ আফসার ফকিরের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলায় দিঘলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে কুমড়ী পূর্বপাড়া থেকে পলাশ ফকিরকে আটক করা হয় । আসামিকে তল্লাশি করে চল্লিশ ( ৪০ ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ ( ডিবি ) জনাব মোঃ নাজমুল হুদা বলেন, আসামীদের থানা হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে । নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে ।
গরম খবর