খোঁজ খবর নিয়ে জানা গেছে, পৌর এলাকার জয়পুর ঈদগা থেকে মুক্তিযোদ্ধা সংসদ ভবন পর্যন্ত সড়কের দুই পাশ দিয়ে সরকারী জমিতে গড়ে ওঠা দোকানপাট দখল করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের রহিমের সাথে রাকিবের কথা কাটা কাটি হয়।
এর জের ধরে রোববার (২৪) জানুয়ারী রাত ১০ টার দিকে রাকিব ও নাজমুলসহ ১০-১৫ জন যুবক লোহাগড়ার পোদ্দার পাড়া এলাকায় পৌঁছালে যুবলীগ নেতা লিয়নের নেতৃত্বে তার সহযোগী মহিবুল,রহিম,মিঠুসহ ৩০-৪০ জনের একদল সন্ত্রাসী রাকিবকে ঘিরে ফেলে এবং রাম দা ও ছ্যান দিয়ে উপয্যুপরী কুপিয়ে মারাত্মক জখম করে।