নড়াইলে হাসপাতাল নির্মাণে বাঁধা এলাকায় উত্তেজনা
রিপন বিশ্বাস (নড়াইল) কালিয়া প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী বাজারে হাসপাতাল নির্মাণে বাধা দিচ্ছেন জৈনক কুতুব উদ্দিন । এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।
এলাবাসি ও ভুক্তভােগীরা বলেন , ফেদী বাজারের জনপ্রিয় ও গরীবের চিকিৎসক হিসাবে খ্যাত পল্লিচিকিৎসক মােঃ মিজানুর রহমান মজনু এলাকাবাসীর চিকৎসাজনিত দুর্ভোগের কথা চিন্তা করে ,ফেদী বাজারে নিজের ক্রয় করা জমিতে একটি হাসপাতালের নির্মাণ কাজ শুরু করেছেন ।
হাসপাতালের কাজ চলমান অবস্থায় এলাকায় মামলাবাজ হিসাবে পরিচিত জৈনক কুতুবউদ্দিন নড়াইল অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আ'দালতে ১৪৪ ধা'রা দাবী করে একটি মামলা দায়ের করেছেন ।
এলাকাবাসীর দা'বী জমিটির মালিক মিজানুর রহমান মজনুর তাই দ্রুত তদন্ত করে সঠিক রায় দিয়ে পুনরায় হাসপাতাল নির্মাণের কাজ শুরু করতে পারে সেই ব্যাপারে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলের নিকট জোর দাবি জানিয়েছেন ।
আরও পড়ুন:
যশোর শহরতলী বিরামপুর গ্রামের সাগর ছুরিকাঘাতে খুন
যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা
মণিরামপুর ক্লিনিকে মানসম্মত সাস্থসেবা না থাকায় ভ্রাম্যমান আদালতের জরিমানা