নড়াইলের কালিয়ায় ৫০ পিছ ইয়াবাসহ ২ জন আটক
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ১৫, ২০২১
127
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
রিপন বিশ্বাস,কালিয়া নড়াইলঃ নড়াইল কালিয়া থানাধীন দেওয়া ডাঙ্গা এলাকা থেকে (৫০) পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম।
সোমবার ১৫ (মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে মো : মিজু শেখ ও মো: সজীব শেখ নামে ওই দুই যুবক কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ।
আটককৃতরা কালিয়া থানাধীন দেওয়া ডাঙ্গা গ্রামের জলিল শেখ এর ছেলে মোঃ মিজু শেখ (২৫) ও মো: মনিরুল শেখ এর ছেলে সজীব শেখ (২৭)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এ এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে এসআই নিয়াজ মোর্শেদ,এ এসআই শরীফ ও সঙ্গীয় ফোর্সসহ আসামীদের কে (৫০) পিচ ইয়াবাসহ আটক করেন।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে বিরুদ্ধে কালিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
গরম খবর