নদী থেকে গ্রাম্য ডাক্তারের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার:
যশোরের বাঘারপাড়ার চিত্রা নদী থেকে ভাসমান একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর খাজুরা বাজার ব্রীজের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ জামাল আল নাসের ও বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত খাইরুল ইসলাম (৪৫) সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে রায়হান জানান, তার বাবা একজন গ্রাম্য ডাক্তার। কিছুদিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হলেও পরে ফিরে আসেননি। অনেকস্থানে তার খোঁজ নিয়েও পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যায় চিত্রা নদী থেকে তার লাশ পুলিশ উদ্ধার করেছে।
খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জুম্মান খান জানান, উদ্ধারের পর লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে আঘাতটি কিসের তা এখনো জানা যায়নি।