১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ঝালকাঠির নলছিটিতে আ’লীগের ওয়াহেদ খান জয়ী

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ৩০, ২০২১
93
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
প্রিয়ঙ্কা ঘরামি, ঝালকাঠি প্রতিনিধি: দেশের দ্বিতীয় প্রাচীনতম পৌরসভা ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল ওয়াহেদ খান ১৪হাজার ৫শ ৬৪ভোট পেয়ে জয়ী হয়েছেন।
কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট বর্জনের মধ্য দিয়ে শনিবার শান্তিপুর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা থেকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে বিরতিহীন ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।
মেয়র পদে ৪জন, কাউন্সিলর পদে ৪০জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জন প্রতিদ্বন্দ্বী  ছিলো।
নির্বাচন পর্যবেক্ষণকালে দেখা গেছে, শনিবার ভোর থেকেই তীব্রশীত ও ঘন কুয়াশায় যবুথবু অবস্থার মধ্যেও সকাল ৮টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু করার আগেই নারী ভোটাররা কেন্দ্র লাইন দিতে শুরু করে। সকাল ৮টা বাজলেই শুরু হয় ভোট গ্রহণ কার্যক্রম।
ভোটাররা কোন ধরনের বাধা ছাড়াই ভোট কেন্দ্রে ঢুকে স্বতস্ফুর্ত ভোট উৎসবে মেতে ওঠে। বেলা বাড়ার সাথে সাথে সকাল ১০টার দিকে পুরুষ ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীরা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলো। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল ওয়াহেদ খান, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকে প্রার্থী মজিবর রহমান, স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) মোবাইল প্রতিকের প্রার্থী মাসুদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী শাহজালাল হোসেন প্রতিদ্বন্দ্বীতা  করছিলেন।
দুপুর ১২টা বাজলে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া, নৌকায় জোর করে প্রকাশ্যে সিল মারার অভিযোগে নির্বাচন বর্জন করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকে মজিবর রহমান ও স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) মোবাইল প্রতিকের প্রার্থী মাসুদ খান।
সাংবাদিক সম্মেলন ডেকে বিএনপির প্রার্থী মজিবর রহমান, ভিডিও বার্তা পাঠিয়ে স্বতন্ত্র প্রার্থী মাসুদ খান নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এদিকে সারাদিনেও দেখা মেলেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী শাহজালাল হোসেন’র।
শহরের শংকরপাশা কেন্দ্র থেকে ছুরিসহ আব্দুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram