নিজস্ব প্রতিনিধিঃ নাটোর থেকে সুফি সান্টু: এই প্রথম বারের মত নাটোরে দুটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে ভোটে একটি আওয়ামী-লীগ অপরটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। নাটোরে দুই পৌরসভায় ১টি
নাটোর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উমা চৌধুরী জলি (নৌকা প্রতীক) ২০,৫৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাটোর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক মামুন (এমদাদ) নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১৩৭৮২ ভোট।
আরও পড়ুন>>>যশোরের মনিরামপুরে ইলেক্টিক শক করে মাছ ব্যাবসায়ীর মৃত্যু
অপরদিকে বাগাতিপাড়া পৌরসভায় জগ প্রতীক নিয়ে ২,২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম লেলিন (ভিপি লেলিন)। আওয়ামী লীগ মনোনীত শাহীদা খাতুন নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ১,৬৩৭ ভোট। নাটোরে দুই পৌরসভায় ১টি
নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আছলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আছলাম জানান, এই দুই পৌরসভায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করেছে। এতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ ৪ স্তরের নিরাপত্তায় নিয়োজিত ছিল। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
