ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়ে শিশুসহ দুইজন নিহত
ডেক্স রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনতলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়ে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রামারবাগেে এ সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনাঘটে।
ট্যাংক বিস্ফোরণের দূর্ঘটনায় নিহতরা হলেন-রামারবাগ এলাকার মামুনের ছেলে শিশু জিসান (৯) ও পোশাক শ্রমিক রাজ্জাক (৩২)।
আহতরা হলেন- একই এলাকার পিয়ার আলীর ছেলে সাকিব (১০) ও খাইরুলের স্ত্রী সাইদা বেগম (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর বাড়ির পাশের সড়কের গলি দিয়ে চলাচলরত পথচারীরা হতাহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরওপড়ুন>>>বাংলাদেশকে সুসম্পর্কের বিষয়ে সবসময় প্রাধান্য দেয়া হয়: মোদি
নারায়ণগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন বিপু জানান, বিস্ফোরনে দগ্ধ হয়ে চারজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তবে পথেই এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আরেক শিশুর অবস্থা বিবেচনা করে ঢাকা হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। এছাড়া এক নারীকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।
বাড়িওয়ালার ছেলে সাইদের স্ত্রী আখি আক্তার জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বাড়ির নিচতলার ডান পাশের একটি রুমের নিচে সেপটিক ট্যাংকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রুমে ব্যাচেলর চারজন পুরুষ ভাড়া থাকতেন। তারা কেউ রুমে ছিলেন না, বিজয় দিবসে গ্রামের বাড়ি গিয়েছেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, আমাদের ফোর্স ঘটনাস্থলে রয়েছে। ঘটনার বিষয় খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরওপড়ুন>>>
বানারীপাড়ায় নির্মিত হচ্ছে দৃষ্টি নন্দন এ-রব ঈদগাঁহ কমপ্লেক্স
পেটের অতিরিক্ত মেদ কমানোর সহজ উপায়