সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনায় আক্রান্ত
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ৪, ২০২০
117
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো) | ছবি : সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনায় আক্রান্ত
ইবাদুর রহমান জাকির: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
নুরুল ইসলাম নাহিদের সাবেক সহকারী জাকির হোসেন শুক্রবার এ তথ্য জানান।
সাবেক শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা পরীক্ষা করান। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।
জাকির হোসেন জানান, নুরুল ইসলাম নাহিদ বর্তমানে তার বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা সার্বক্ষণিক তার খোঁজ-খবর নিচ্ছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে অভিনেতা ও আওয়ামী লীগের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গরম খবর