১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের হামলায় বাংলাদেশী গুরুতর আহত

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ২৫, ২০২০
137
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
নিউইয়র্কে-দুর্বৃত্তের-হামলায়-বাংলাদেশী
| ছবি : নিউইয়র্কে-দুর্বৃত্তের-হামলায়-বাংলাদেশী

প্রবাস রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মো. আবুল কালাম আজাদ (৪১) নামে এক বাংলাদেশী দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।

আহত আজাদ গত ৫ ডিসেম্বর ভোরে কুইন্সের জ্যাকসন হাইটসে হামলার শিকার হলে
ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনা প্রবাসীদের কেউই জানেন না।

তাই প্রায় ২৩ দিন পরে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে এ হামলার ঘটনাটি প্রতিবেশীসহ আত্মীয় ও প্রবাসীদের কাছে বর্ণনা করেন।

আরও পড়ুন>>>খুলনা পাইকগাছায় সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

জানা গেছে, ৫ ডিসেম্বর ভোরে কুইন্সের ৩২ এভিনিউ’র ৭০ স্ট্রিটে গাড়ি পার্কিং করছিলেন আজাদ। এ সময় অপর একটি গাড়ি তার গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ি থেকে নেমে গাড়ির ক্ষতি হয়েছে কিনা দেখছিলেন। এমন সময় ধাক্কা দেয়া গাড়ি থেকে দুর্বৃত্তরা নেমে এসে হামলা করে,অপর এক দুর্বৃত্ত গালি দিয়ে তার মুখে ধারালো কিছু একটা ছুঁড়ে মারে।

এলোপাতাড়ি মারধরের ফলে তিনি মারাত্মক জখম হন। এতে তার বুকের পাঁজরের হাঁড় ভেঙে যায়। ঘটনাস্থলের পাশের বাসার লোকজনের সহযোগিতায় পুলিশ এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করেন।

আজাদ জানান, ওই উগ্রবাদীর হামলায় তার বুকের পাঁজরের ৫টি হাঁড় ভেঙে গেছে। সে কারণে বড় ধরনের অপারেশন করতে হয়েছে। হামলার পর তার গাড়ির চাবি ও সামান্য কিছু ডলার পাওয়া যায়নি।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram