১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের

প্রতিনিধি :
Shadhin Kantho
আপডেট :
ফেব্রুয়ারি ১, ২০২৫
17
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সংগৃহিত
| ছবি : সংগৃহিত

স্বাধীন কন্ঠ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, "দেশের মানুষ চায়, নির্বাচনের সময় যেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। সবার জন্য সমান সুযোগ থাকে। কোনও বিশেষ দল যেন সরকারি অর্থ ও ক্ষমতার প্রভাব দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে।"

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সরকারি আনুকূল্যের প্রশ্নে সন্দেহ:

জি এম কাদের বলেন, "বর্তমান সরকারের বক্তব্যে এটা পরিষ্কার যে, ছাত্র সমন্বয়কদের মনোনয়নে এ সরকার গঠিত হয়েছে। ছাত্রদের দল গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন রয়েছে, এ কথাও স্পষ্টভাবে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের পক্ষ থেকে। ফলে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বা দল গঠনে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন, শুধুমাত্র সরকার ত্যাগ করলেই তারা সরকারি আনুকূল্য পাবেন না—এটা কতটুকু বিশ্বাসযোগ্য?"

তিনি আরও বলেন, "ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন এবং ক্ষমতায় থেকে নির্বাচনে অংশগ্রহণ জনগণ মেনে নিতে রাজি নয়। এজন্যই নির্বাচনের সময় নিরপেক্ষ ব্যবস্থা, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হয়।"

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতীয় পার্টি:

জি এম কাদের মনে করেন, "বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে, এমন দাবি করতে পারেন না।" তিনি আরও বলেন, "যে কোনও নির্বাচনের আগে সরকারকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে, যাতে সব দল সমান সুযোগ পায়।"

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এতে আরও বক্তব্য রাখেন দলের অন্যান্য নেতারা।

জাতীয় পার্টি সবসময়ই নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে এসেছে, তবে এবারের রাজনৈতিক পরিস্থিতিতে দলটি আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram