শিগগিরই নিয়োগ পাবেন ৮০ হাজার শিক্ষক

শিগগিরই নিয়োগ পাবেন ৮০ হাজার শিক্ষক

ডেস্ক রিপোর্ট: সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে। শিগগিরই ৮০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সাবেক চেয়ারম্যান চলে যাওয়ার পর অনেকদিন এ পদটি শূন্য ছিল। এ জন্য বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শূন্য থাকলেও নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে। এনটিআরসির নিয়োগসহ নানা বিষয়ে আদালতে অসংখ্য মামলা আছে। এ কারণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে বিলম্ব হয়ে যাচ্ছে। আমরা সব সমস্যাগুলো পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে কীভাবে নিয়োগ কার্যক্রম শুরু করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেব।

শিক্ষামন্ত্রী জানান, ক্লাসে শিক্ষার্থীদের রোল নম্বর থাকছে না। এসএসসি পরীক্ষা ২০২১ এর জুনে নেওয়া হতে পারে। আর আসছে বছরের জুলাই বা আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here