৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

নৌকার বিপক্ষে কাজ করায় দু'আওয়ামী লীগ নেতা বহিস্কার

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ২, ২০২১
137
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
নৌকার বিপক্ষে নেতা বহিস্কার
| ছবি : নৌকার বিপক্ষে নেতা বহিস্কার

রাহাদ সুমন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থীর প্রকাশ্যে বিরোধীতা করার অভিযোগে উপজেলার বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন এবং পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক ওরফে ঢালাই রফিককে দল থেকে বহিস্কার করা হয়েছে।
২ ফেব্রুয়ারী বেলা ১১টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের জরুরী এক সভায় এ বহিস্কার করা হয়।

আরও পড়ুন>>>আমদানি-রফতানি বাণিজ্যে সচল হলো বেনাপোল বন্দর

জানাগেছে বহিস্কৃত এ দুজনকে বার বার সর্তক করার পরেও তারা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুকে সহযোগিতা করে আসছিলো।
আরও পড়ুন>>নড়াইল থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে শাপলা ফুল

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্খান নিয়ে সতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর পক্ষে কাজ করার জন্য এবং অতীতে দলের সুনাম ক্ষুন্ন করায় তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানা যায়। এদিকে উপজেলা ছাত্রলীগের নেতা দাবী করা মনির হোসেনকে বার বার নৌকার প্রচারণা করার আহবান জানানো হলেও সে কোন সাড়া না দেয়ায় তাকেও সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কারের দাবী উঠেছে। উল্লেখ্য এর আগে বিদ্রোহী মেয়র প্রার্থীসহ তার তিন সমর্থক নেতাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে।

প্রসঙ্গত আগামী ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে বানারীপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন>>>সিলেটে ফলিক সাম্রাজ্য’র পতন: নতুন সভাপতি ময়নুল

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram