নড়াইলের কালিয়ায় বনি মােল্যা হত্যা মামলায় ২৬ জনের যাবজ্জীবন কারাদন্ড
রিপন বিশ্বাস,(নড়াইল) কালিয়া প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার পার-বিষ্ণুপুর গ্রামের বনি মোল্লা (৩০) হত্যা মামলায় ২৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও মামলা থেকে ৪জন কে খালাস দিয়েছেন আদালত।
আজ বুধবার (৩১ মার্চ) দুপুরে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো.নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন>>>সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস মারা গেছেন
আদালত সূত্রে জানা গেছে, গ্রাম্য শত্রুতা ও মামলা মোকদ্দমার কারণে খুন করা হয় কালিয়া উপজেলার পার-বিষ্ণুপুর গ্রামের মো.হাসিম মোল্লার ছেলে বনি মোল্লাকে।
২০১৯ সালের ১১ মে বনি মোল্লা বাড়ির পাশের একটি ঘেরে অবস্থান করছিলেন। সকাল ৮টার দিকে তার পরিচিত কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর আক্রমণ করে। নিজেকে বাচাতে তিনি প্রতিবেশি ছাকু কাজীর বাড়িতে আশ্রয় নেন। সন্ত্রাসীরা ওই বাড়ি থেকে তাকে বের করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
খবর পেয়ে বনি মোল্লার লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনি মোল্লা নিহতের দুই দিন পর নিহতের বাবা মো. হাসিম মোল্লা বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে কালিয়া থানায় মামলা করেন। তদন্তকালে মামলায় আরো দুজনের নাম অর্ন্তভূক্ত করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো.ইকরাম হোসেন ২০২০ সালের ২৫ জুলাই ৩০ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।