নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ

নিখোঁজ সেই স্কুলছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজ স্কুলছাত্র আলিফ মোল্যা

রিপন বিশ্বাস,(নড়াইল) কালিয়া প্রতিনিধিঃ নড়াইল কালিয়ার নড়াগাতিতে বন্ধুদের সঙ্গে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে আলিফ মোল্যা (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বড়দিয়া ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর এ নিখোঁজের ঘটনা ঘটে ।

নিখোঁজ আলিফ বড়দিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও নড়াগাতি থানার চোরখালি গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে।

আরও পড়ুন>>>বাগেরহাটে মৎস্য খামারে বিষ প্রয়োগ ১০ লক্ষ টাকার ক্ষতি

পারিবারিক সূত্র ও তার বন্ধুরা জানায় শুক্রবার দুপুরের দিকে উপজেলার বড়দিয়া ফেরিঘাটে আলিফসহ তারা ৩ বন্ধু মিলে দুপুর ১২টার দিকে নবগঙ্গা নদীর বড়দিয়া ফেরিঘাটে গোসল করতে নামে। এক পর্যায়ে আলিফ ঘাটের পন্টুনে উঠে নদীতে ঝাঁপ দেওয়ার পর তীব্র স্রোতের তলিয়ে যায়।
নড়াইলের নবগঙ্গা নদীতে স্কুল ছাত্র নিখোঁজ
এ ঘটনার পর তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেছেন।স্বজনদের পাশাপাশি উদ্ধার অভিযানে কালিয়া ও খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল অংশ নিয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নড়াইলের নবগঙ্গা নদীতে স্কুল ছাত্র নিখোঁজ
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিখোঁজের সন্ধানে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here