নড়াইলে কেক কেটে এরশাদের ৯১তম জন্মদিন পালিত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৯১তম জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মার্চ )রাত সাড়ে ৭টায় শহরের চৌরাস্তায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতির ৯১তম জন্মদিনের কেক কাটা হয়।
এজন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ন-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক এসএম লিয়াকত হোসেন হেকমত,সদর উপজেলা জাপার সভাপতি আবু সাইদুজ্জামান, পৌর সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন তালুকদার,যুব সংহতির জেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুক্ত,সাংগঠনিক সম্পাদক মো: জামাল হোসেন সিকদার, জাতীয় শ্রমিক পার্টির জেলা সভাপতি মো: তাহাজ্জত হোসেন শিকদার,সাধারন সম্পাদক মো: সাফায়েত হোসেন,সাংগঠািনক সম্পাদক জহুরুল ইসলাম গোলদার,জেলা ছাত্রসমাজের সদস্য সচিব শাহরিয়ার পারভেজ ইমনসহ জেলা জাপা ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।