নড়াইলে চোরাইকৃত মোবাইল ফোনসহ ১জন গ্রেফতার
রিপন বিশ্বাস, (নড়াইল) কালিয়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত আটটি মোবাইল ফোনসহ বাবুল শেখ (৪৫) নামে এক ব্যক্তি কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।
আরও পড়ুন>>
বাগেরহাট এমপি তন্ময় কে ফেসবুকে বাজে মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
যশোরের শার্শায় পাঁচ লক্ষ আমরেকিান ডলার সহ দুই পাচারকারী আটক
তিনি আরো জানান, গত ১৮ ডিসেম্বর নড়াইলের নড়াগাতী থানার চান্দেরচর বাজারের একটি দোকান থেকে ৪১টি মোবাইল ফোন এবং দেড় লাখ টাকা চুরি হয়।
এ ঘটনায় পরেরদিন নড়াগাতী থানায় মামলা দায়ের হয়। এরপর ডিবি পুলিশের এএসআই আনিসুজ্জামানের নেতৃত্বে বাবুলকে রোববার সকালে গ্রেফতার করা হয়। বাবুলের বাড়ি লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে।
চুরি যাওয়া বাকি মোবাইল ফোন ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম ও মাসুদ রানা, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হোসেন, এএসআই আনিসুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা।
আরও পড়ুন>>
খুলনায় শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের সভা অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে সুনামের আয়োজনে সংখ্যালঘু অধিকার দিবস পালিত