নড়াইল পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে জাতীয়পার্টির সমর্থন
স্বপন কুমার, (সদর) নড়াইল প্রতিনিধি : নড়াইলে আগামি ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনজুমান আরাকে জেলা জাতীয় পার্টির সমর্থন ।
আজ শুক্রবার (২২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় জাপা নেতৃবৃন্দ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনজুমান আরাকে সমর্থনের ঘোষনা দেয়া হয়।
সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনজুমান আরা শুভেচ্ছা বক্তব্য দেন।
আরও পড়ুন>>>যশোর শিক্ষাবোর্ডে ছয় দিনব্যাপী শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
জেলা জাতীয়পার্টির সভাপতি অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তৃতা করেন জেলা জাপার উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ইমরান।
আরো বক্তৃতা করেন জেলা জাপার ভারপ্রাপ্ত সেক্রেটারি শিকদার হাদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন হেকমত,জাপা পৌরশাখার সেক্রেটারি সাহিদুল ইসলাম টুকু, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি তাহাজ্জেত শিকদার,সেক্রেটারি মো: শাফায়েত হোসেন, জেলা যুব সংহতির সভাপতি কাজী শহীদুল ইসলাম,সেক্রেটারি মোস্তাফিজুর মুক্ত,জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব শাহরিয়ার পারভেজ ইমন।
আরও পড়ুন>>>নব বিবাহিতা স্ত্রীর উপর অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা
বক্তারা আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনজুমান আরাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান
আরও পড়ুন>>>যশোরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করছেন প্রলয় কুমার জোয়ারদার