১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

নড়াইলে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ২, ২০২১
125
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
নড়াইলে বিভাগীয় কমিশনার
সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন | ছবি : নড়াইলে বিভাগীয় কমিশনার

স্বপন বিশ্বাস,(নড়াইল)সদর প্রতিনিধি: সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন বলেন, মানসম্মত ও টেকসই উন্নয়ন প্রকৌশলীদের ভুমিকা অন্যতম। আমরা সোসাইটিকে সম্মান দিয়ে উন্নয়নের কাজ করবো।

আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন>>>নৌকার বিপক্ষে কাজ করায় দু’আওয়ামী লীগ নেতা বহিস্কার

এ সময় তিনি আরো বলেন, মাল্টিওয়েক মিউনিকেশন ছাড়া উন্নয়ন টেকসই হবেনা। যারা ভালো কাজ করেন তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করা। পরস্পরকে সম্মান করি এবং নিজের কাজটা সঠিক করি। মূল্যবোধ ও নৈতিকতা প্রতিটি মানুষের মধ্যে জাগরিত হওয়া জরুরি।
আরও পড়ুন>>>আমদানি-রফতানি বাণিজ্যে সচল হলো বেনাপোল বন্দর

জেলা প্রশাসক মো: হাবিবুরর হমানের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেনএনডিসি জেলার সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনদের নিকট থেকে বিভিন্ন সমস্যারও সম্ভাবনার কথা শোনেন।
আরও পড়ুন>>>নড়াইল থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে শাপলা ফুল

এর আগে তিনি বঙ্গবন্ধু ও চেতনা চত্বর উদ্বোধন করেন।

নড়াইলে বিভাগীয় কমিশনার
বঙ্গবন্ধু চেতনা চত্বর উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসনে বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিনপিপি এম (বার),সিভিল সার্জন ডা. নাছিমাআক্তার , অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো.ফকরুল ইসলাম,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ পারভেজ, পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপককুমার, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাভোকেটসুবাস চন্দ্র বোস, অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ্,নব নির্বাচিত মেয়র আনজুমান আরা,নব নির্বাচিত কাউন্সিলরগন ও বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram