নড়াইলে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

স্বপন বিশ্বাস,(নড়াইল)সদর প্রতিনিধি: সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন বলেন, মানসম্মত ও টেকসই উন্নয়ন প্রকৌশলীদের ভুমিকা অন্যতম। আমরা সোসাইটিকে সম্মান দিয়ে উন্নয়নের কাজ করবো।
আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন>>>নৌকার বিপক্ষে কাজ করায় দু’আওয়ামী লীগ নেতা বহিস্কার
এ সময় তিনি আরো বলেন, মাল্টিওয়েক মিউনিকেশন ছাড়া উন্নয়ন টেকসই হবেনা। যারা ভালো কাজ করেন তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করা। পরস্পরকে সম্মান করি এবং নিজের কাজটা সঠিক করি। মূল্যবোধ ও নৈতিকতা প্রতিটি মানুষের মধ্যে জাগরিত হওয়া জরুরি।
আরও পড়ুন>>>আমদানি-রফতানি বাণিজ্যে সচল হলো বেনাপোল বন্দর
জেলা প্রশাসক মো: হাবিবুরর হমানের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেনএনডিসি জেলার সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনদের নিকট থেকে বিভিন্ন সমস্যারও সম্ভাবনার কথা শোনেন।
আরও পড়ুন>>>নড়াইল থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে শাপলা ফুল
এর আগে তিনি বঙ্গবন্ধু ও চেতনা চত্বর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসনে বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিনপিপি এম (বার),সিভিল সার্জন ডা. নাছিমাআক্তার , অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো.ফকরুল ইসলাম,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ পারভেজ, পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপককুমার, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাভোকেটসুবাস চন্দ্র বোস, অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ্,নব নির্বাচিত মেয়র আনজুমান আরা,নব নির্বাচিত কাউন্সিলরগন ও বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।