নড়াইলে থানায় মামলা করায় বাদী কে হুমকি
স্বপন কুমার দাস, (নড়াইল) সদর প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার নলদীরচর গ্রামের বাসিন্দা মো: ইকরাম শেখ প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় মামলা করে চরম বিপাকে পড়েছেন।মামলা দায়েরের পর থেকে আসামিরা বাদি ইকরাম শেখকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে চলেছে।
আসামিদের হুমকি ধামকিতে বাদি জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন মর্মে উল্লেখ করে গত ১১ জানুয়ারি নড়াইল সদর থানায় জিডি দায়ের করেছেন।
আরও পড়ুন>>>নড়াইলের কালিয়ায় পৌষপার্বন পিঠা উৎসব ও ধর্মীয় আলোচনা
সূত্রে জানা গেছে,সদর উপজেলার গোবরা গ্রামের উজ্জ্বল শেখ, রাজ্জাক মোল্যা, রিপন মোল্যা, আজিজুর বিশ্বাস, ইমন খন্দকার, রহমত শেখ, রাশেদ খান,রওশন শেখ, শহীদুল মোল্যা ও নলদীরচর গ্রামের শরিফুলের ছেলে রবিউল ও রাজু সংঘবদ্ধভাবে নলদীরচর গ্রামের গরীব ও অসহায় ইকরাম শেখকে প্রানে মেরে ফেলাসহ নানাভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দিয়ে আসছিল।
উপায়ান্ত না পেয়ে অসহায় ইকরাম আইনের আশ্রয় নেয়ার জন্য গত ২০২০ সালের ১২ ডিসেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
মামলা করার কারণে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। প্রতিপক্ষের হুমকি ধামকিতে মামলার বাদি ইকরাম শেখ পালিয়ে বেড়াচ্ছেন।
এ ব্যাপারে রবিউল জানান, ইকরাম নামের কোনো ব্যক্তি কে আমরা কোনো হুমকি ধামকি দেয় নাই।আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে।
আরও পড়ুন>>>
সাতক্ষীরার কলারোয়াতে এবার এক কলেজে ৩ ভারপ্রাপ্ত অধ্যক্ষ
যশোরের বেনাপোল সীমান্তে মাদক,স্বর্ণসহ ১২০ কোটি টাকার চোরাচালানপণ্য আটক