রিপন বিশ্বাস,নড়াইলঃ নড়াইলের সাধারণ মানুষের সুখ ও দুঃখের পরম বন্ধু, নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে এবার করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন>>>যশোরে গত ২৪ ঘন্টায় করোনায় ১২ জনের মৃত্যু
শনিবার (১০ই জুলাই) দুপুরে নড়াইল শহরের নতুন বাস টার্মিনালে ৪০০ শ্রমিকের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মাননীয় এমপি মহোদয়ের পক্ষে শ্রমিকদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জনাব সরদার আলমগী হোসেন এবং বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক জহির।
আরও পড়ুন>>>নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের হতাহতের ঘটনায় পরিবেশমন্ত্রীর শোক
এ খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ছাদেক আহমেদ খান, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম বাপ্পি, মিঠুন বিশ্বাস রাজু, সন্দীপ মজুমদার, যুগ্ম সম্পাদক সজল আহম্মেদ শ্রাবণ, নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু প্রমুখ।
আরও পড়ুন>>>যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশের সাফল্য
বিতরণকৃত এ সকল খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ০১ কেজি ডাল , ০১ কেজি আলু ও একটি সাবান।
উল্লেখ থাকে যে, মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে ২০০ প্যাকেট ও নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা মহামারির কারণে জারিকৃত লকডাউনে কর্মহীন মানুষের বুকে একটু হলেও স্বস্তির বাতাস ফিরিয়ে দিয়েছে।
