১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন উদ্বোধন

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ২০, ২০২১
121
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
নড়াইলে-রাইস-ট্রান্সপ্লান
| ছবি : নড়াইলে-রাইস-ট্রান্সপ্লান

রিপন বিশ্বাস, (কালিয়া) নড়াইল প্রতিনিধি:  ড়াইল সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের ভান্ডারীপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২০-২১ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীতে এ কর্মসূচির উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান কৃষকদের উদ্দেশ্যে বলেন, নড়াইলকে এগিয়ে নিতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

এ সময় তিনি আরো বলেন দুর্নীতিমুক্ত, উন্নত, জনবান্ধব একটি নড়াইল জেলা গড়ে তুলতেও সকলকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন >>যবিপ্রবি মতবিনিময় সভায় আবাসিক হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি শিক্ষার্থীদের

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় বলেন, নড়াইলে ইতিবাচক কাজ করার যে পরিবেশ এখন বিরাজ করছে তা উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সারাজীবন এমন একটা পরিবেশে চাকুরি করার স্বপ্ন দেখতাম। যে স্বপ্ন আমাদের মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।

আরও পড়ুন >>>নড়াইলে আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন ক্যাম্পেইন কর্মসূচি

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদরের ইউএনও সালমা সেলিম, সদর উপজেলা কৃষি অফিসার, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার, কৃষি বিষয়ক প্রতিনিধি মো. তাজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One comment on “নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন উদ্বোধন”

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram