নড়াইল কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নড়াইল সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

রিপন বিশ্বাস,(নড়াইল)কালিয়া প্রতিনিধি: নড়াইলে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদি ফরিদ বিশ্বাস (৫০) বুকে ব্যথাজনিত কারণে নড়াইল সদর হাসপাতালে মৃত্যুবরন করেছেন।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বুকে ব্যথাজনিত কারণে নড়াইল সদর হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

মৃত ফরিদ বিশ্বাস কালিয়া উপজেলার রামনগর গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে।

নড়াইল জেলা কারাগারের জেলার মাহাবুব কবীর জানান, ফরিদ বিশ্বাস গত ১৪ আগস্ট ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন। বৃহস্পতিবার ভোরে তিনি বুকে ব্যাথা অনুভব কররলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।সকাল ১০টার দিকে তিনি মারা যান।

কারাগারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

সদর থানার ওসি মো.ইলিয়াছ হোসেন বলেন, ৫০ বছর বয়সী কয়েদ ফরিদ বিশ্বাসের মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:
যেভাবে মূল্যায়ন করা হবে ২০২০ সালের এইচএসসির ফল
সুদের টাকার জন্য ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ ঘটনায় ৮ ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করে চার্জশিট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here