১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাসির আদেশ

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ১১, ২০২১
139
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
নড়াইলে-স্ত্রী হত্যার দায়ে-মৃত্যু দন্ড
স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত মােঃ এনায়েত মােল্যা | ছবি : নড়াইলে-স্ত্রী হত্যার দায়ে-মৃত্যু দন্ড

রিপন বিশ্বাস,নড়াইল: নড়াইলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মােঃ এনায়েত মােল্যকে ( ৪০ ) স্ত্রী হত্যার দায়ে মৃত্যু দন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেছে বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিউর রহমান ।

আজ সােমবার(১১ জানুয়ারী ) সকাল ১০ টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার রায় ঘােষনা করা হয় ।

মৃত্য দন্ড প্রাপ্ত মােঃ এনায়েত মােরা লােহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের ইন্তাজ মােল্যার ছেলে ।

আদালত সূত্রে জানাগেছে , মােঃ এনায়েত মােল্যা স্বস্ত্রীক শুশুরবাড়ী সদর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত জব্বার মােল্যার বাড়ীতে থাকতেন । এনায়েত যৌতুকের জন্য বিভিন্ন সময়ে স্ত্রী নারগিস বেগমকে নির্যাতন করতাে ।

সর্বশেষ ২১ নভেম্বর ২০১৮ দিবাগত রাতে স্ত্রীকে তার বাবার দেয়া জমি বিক্রয় করতে বললে , স্ত্রী জমি বিক্রয় করতে অপারগতা প্রকাশ করলে , ঐ রাতেই তাকে হত্যা করে গলায় শাড়ি পেচিয়ে বাড়ীর পাশে পুকুর পাড়ে আম গাছে ঝুলিয়ে রাখে ।

পরবর্তীতে বাড়ীর পাশের লােকেরা ঘটনাটি জানতে পেরে , নারগিস বেগমের ভাই মােঃ বাকু মােল্যা ও বােন  পারভিন খাতুন সদর থানা পুলিশকে খবর দেয় । পুলিশ এসে লাশটি উদ্ধার করে অপমৃত্যু মামলা ( মামলা নং -১,০৪ / ১২ / ২০১৮ ) দায়ের করে । ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করে ।

মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই মােঃ রেজাউল করিম তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে সদর থানার সিএস নং -১০৪,২ / ০৪ / ১৯ আদালতে দাখিল করে । নারী ও শিশু নির্যাতন দমন আইন / ২০০০ ( সংশােধনী / ০৩ ) এর -১১ ( ক ) ধারায় বিজ্ঞ আদালত বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিউর রহমান দীর্ঘ শুনানী শেষে মােঃ এনায়েত মােল্যকে ( ৪০ ) স্ত্রী হত্যার দায়ে মৃত্যু দন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা রায় প্রদান করেন । নারী ও শিশু মামলা নং ৪৫/১৯ ।

আরও পড়ুন>>>
হাকালুকি হাওরে অতিথি পাখি শিকারিদের ছোবলে
কলারোয়ায় সামাজিক উদ্যোগে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী আবু জাহিদ
বাগেরহাটের পলাতক ফাঁসির আসামী ভারতে গ্রেফতার
নড়াইলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএনসিসির বিভিন্ন কর্মসূচি

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram