নড়াইলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ১, ২০২১
86
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : নড়াইলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ
রাশেদ জামান,(নড়াইল) লোহাগড়া: আজ শুক্রবার(২৬ ডিসেম্বর), বেলা ১১টার দিকে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা ছায়েদুর রহমান, বিদ্যালয়ের শিক্ষকগণ, সীমিত আকারে শিক্ষার্থী ও অভিভাবকগণ।
বই বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সিকদার।
নড়াইল জেলার ৩টি উপজেলার সরকারি-বেসরকারি মাধ্যামিক, প্রাথমিক বিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসায় পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করা হয়।
নড়াইল জেলায় ২০২১ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে ১১ লাখ ৯৩ হাজার পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এর মধ্যে ইবতেদায়ী ১ লাখ ২৩ হাজার ৫৮৬, মাধ্যমিক পর্যায়ে ৮ লাখ ৬৬ হাজার ২৩০, মাদ্রাসা পর্যায়ে ১ লাখ ৭৫ হাজার ৫৬১, এসএসসি ভোকেশনাল ১১ হাজার ৬১৬, দাখিল ভোকেশনাল ৮ হাজার ৭৪৭ বই বিতরণ করা হচ্ছে।
গরম খবর