নড়াইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নড়াইলে-হাম-রুবেলা-টিকাদান

রিপন বিশ্বাস, নড়াইল: নড়াইলে ডিসেম্বর থেকে ‘হাম-রুবেলা টিকাদান’ ক্যাম্পেইন শুরু হয়েছে।

আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পেইন চলাকালে জেলায় ৯ মাস থেকে শুরু হয়ে ১০ বছরের কম বয়সী ১ লাখ ৬০ হাজার ১শত ২২ জন শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে।

১ হাজার ৩৯ টি ইপিআই এর স্থায়ী কেন্দ্রের মাধ্যমে এসব টিকা দেয়া হবে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে নড়াইল পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রয়াত মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসের পুরাতন বাড়ির টিকাদান কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন।

এসময় পৌরসভার প্যানেল মেয়র মো. রেজাউল বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. সৈয়দ শফিক তমাল, সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্যা ফোরকান আলী, ইপিআই কর্মকর্তা হারাধন বিশ্বাস, মো. নাজমুল ইসলামসহ সেবিকা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বলেন, ৯ মাস থেকে শুরু হয়ে ১০ বছরের কম বয়সী কোন শিশু যাতে টিকা থেকে বঞ্চিত না হয় সে জন্য কোন কোন কেন্দ্রে কবে কখন টিকা দেয়া হবে তা মাইকিং এবং স্থানীয় মসজিদের মাইকে সময় জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুন:
শিক্ষাপ্রতিষ্ঠানে গলাকাটা অর্থ আদায় বন্ধে ফি নির্ধারণ হচ্ছে
মৌলভী বাজারের বড়লেখায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন
ভারতে নিম্নবর্ণে বিয়ে করায় ভায়ের গুলিতে খুন
গুণী লেখক, যশোরের বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক দেওয়ান মোর্শেদ আলমের জন্মদিন আজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here