নড়াইল নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যান, মেম্বারদের শপথ গ্রহণ
রিপন বিশ্বাস, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইল কালিয়া উপজেলার নবনির্বাচিত ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫ জানুয়ারি) বিকালে কালিয়া উপজেলা মিলনায়তনে ১২ ইউপি চেয়ারম্যানসহ, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করেন।
জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান চেয়ারম্যানদের শপথ পড়ান এবং কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ইউপি সদস্যদের শপথ পড়ান।
আরও পড়ুন>>>মৌলভীবাজারে ভাগনার হাতে মামা খুন
এ সময় পুলিশ সুপার প্রবীর কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ, (এনএসআই) উপপরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা কমান্ড্যার বিকাশ চন্দ্র দাস (আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী), নড়াগাতী থানার ভারপ্রাপ্ত ওসি মোসাঃ রোকসানা খাতুন, কালিয়া উপজেলার পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হিরা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।