৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ডেঙ্গুজ্বরে নড়াইল পৌর মেয়রের মৃত্যু

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
নভেম্বর ২৫, ২০২০
107
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ডেঙ্গুজ্বরে নড়াইল পৌর মেয়রের মৃত্যু
| ছবি : ডেঙ্গুজ্বরে নড়াইল পৌর মেয়রের মৃত্যু

নড়াইল প্রতিনিধি: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস (৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই রাজিউন)।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকায় স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। নড়াইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডা. মশিউর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৮ নভেম্বর বিকালে চিকিৎসার জন্য তাকে নড়াইল থেকে ঢাকায় নেওয়া হয়। তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুকালে মেয়র জাহাঙ্গীর বিশ্বাস স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরএমও ডা. মশিউর রহমান বাবু জানান, গত ১৮ নভেম্বর মেয়র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ নড়াইলের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মেয়র জাহাঙ্গীর বিশ্বাস নড়াইল জেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে প্রায় ২৫ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

২ comments on “ডেঙ্গুজ্বরে নড়াইল পৌর মেয়রের মৃত্যু”

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram