পাইকগাছার ছাত্রলীগনেতা প্রান্ত হত্যা মামলা; ৪ সপ্তাহেও আটক হয়নি কোন আসামী

ছাত্রলীগনেতা প্রান্ত হত্যা মামলা

উদঘাটন হয়নি হত্যা রহস্য

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
গত ৪ সপ্তাহেও আটক হয়নি পাইকগাছার ছাত্রলীগনেতা প্রান্ত হত্যা মামলার কোন আসামী। উদ্ধার হয়নি হত্যার প্রকৃত রহস্য। ফলে আলোচিত এ হত্যা মামলার দ্রুত বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রান্ত’র পরিবার। মামলাটি বর্তমানে সিইডিতে রয়েছে।

উল্লেখ্য, উপজেলার পুরাইকাটি গ্রামের অচিন্ত ঘোষের ছেলে ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ (২৪) কে গত ৭ অক্টোবর রাতে উত্তর খড়িয়া সুকুমার মন্ডলের বাড়ির সামনে সড়কের উপর দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে। খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৪ অক্টোবর সন্ধা ৬টার দিকে প্রান্ত’র মৃত্যু হয়। এ ঘটনায় প্রান্ত’র ভাই অনুপ ঘোষ বাদি হয়ে ৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করে।

যার নং-১২ তাং-১৬-১০-২০২০। মামলাটি পরে সিআইডি’তে স্থান্তর হয়। এ পর্যন্ত মামলার কোন আসামী আটক না হওয়ায় এবং হত্যার প্রকৃত রহস্য উদঘাটন না হওয়ায় ক্ষোভ প্রকার করেছেন নিহত প্রান্ত’র পিতা অচিন্ত ঘোষ। মামলার তদন্ত কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম জানান, সিডিউল ভুক্ত মামলা হওয়ায় মামলাটির তদন্তভার সিআইডি গ্রহন করেছে। মামালার বর্তমান অবস্থা সর্ম্পকে বিস্তারিত সিআইডির ইন্সেপেক্টর শেখ শাহাজান বলতে পারবেন। সিআইডির ইন্সেপেক্টর শেখ শাহাজান মুঠোফোনে এ প্রতিনিধিকে জানিয়েছেন, এজাহার নামীয় সকল আসামীরা পলাতক থাকায় এখনও পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাবে আসামীদের ধরার ব্যাপারে সকল প্রচেষ্ঠা অব্যহত রয়েছে।

আরো পড়ুন:
যশোরে কর্মশালায় কথা বলতে বলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মমতাজ আলী
আনিসুল করিম শিপন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১০ জন
নতুন দায়িত্বে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
যশোরের বেনাপোলে জাল নোটসহ মহিলা আটক
অবৈধ ভাবে ভারত যাওয়ার পথে চারজন নারীসহ পাঁচজন আটক
শীতের আগমনে শার্শার গ্রাম-বাংলার ঐতিহ্য খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা
শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার দিলো ভারতীয় সেনাবাহিনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here