খুলনার পাইকগাছায় কোন অনটেষ্ট মটর সাইকেল চলবে না: ওসি
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি : খুলনার পাইকগাছা নাম্বার বিহীন মটর সাইকেল ধরা শুরু হয়েছে। ওসি এজাজ শফীর নির্দেশনায় উপজেলার সকল গুরুত্বপুর্ণ সড়কে এ অভিযান চলছে।
শুক্রবার(২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসআই নুর মোহম্মদ প্রধান সড়ক জিরোপয়েন্ট ও পুরাতন পরিবহন কাউন্টার এলাকা থেকে ৭টি নম্বর বিহীন মটর সাইকেল আটক করছে।
যার মধ্যে দুটি মটর সাইকেল জরিমানা দিয়ে ছাড়া পেলেও পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
ওসি এজাজ শফী জানান,সকলকে ট্রাফিক আইন মেনে সীমিত গতিতে গাড়ী চালাতে হবে। কিশোর ও কিশোর গ্যাংদের অপরাধ কর্মকান্ড দমন করতে লাইসেন্স বিহীন কোন মটর সাইকেল কাউকে চালাতে দেখলে ব্যাবস্থা।
সরকারকে কর ফাঁকি দিয়ে অনটেষ্ট মটর সাইকেল চালনা যাবেনা। পুলিশের সামনে পড়লে থানায় নেয়া হবে এবং মোবাইলকোর্টে মাধ্যমে আইনের আওতায় নেয়া হবে।
তিনি সকল মটর সাইকেল চালকদের প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া রোডে বের হতে নিষেধ করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানিয়েছেন।