পাইকগাছায় আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

পাইকগাছায় আইনগত সহায়তা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি প্রকল্পের আওতায় খুলনা জেলা লিগ্যাল এইড কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ সভার আয়োজন করে।

উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ প্রবীর কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন, রূপান্তর এর প্রধান নির্বাহী স্বপন গুহ। জেলা সমন্বয়কারী অনুপ রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, রূপান্তরের উপজেলা ফিল্ড অফিসার জিএম মোস্তাক হোসেন, টুকু রানী বিশ্বাস ও শান্তুনু মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here