১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বাঁধ ভেঙ্গে বির্স্তীর্ণ এলাকা প্লবিত

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ৩০, ২০২১
134
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
পাইকগাছায় কপোতাক্ষ নদ ভেঙ্গে প্লবিত
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বাঁধ ভেঙ্গে বির্স্তীর্ণ এলাকা প্লবিত, ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ টাকা | ছবি : পাইকগাছায় কপোতাক্ষ নদ ভেঙ্গে প্লবিত

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বাঁধ ভেঙ্গে বির্স্তীর্ণ এলাকা প্লবিত। ভেসে গেছে চিংড়ী ঘের মাছ,ফসলী জমি ও পানের বরজ। ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ টাকা। এলাকা বাসি বলছে পাইকগাছা - তালার সাজাত পুরের সংযোগ সড়কের উপর নির্মাণাধীন ব্রিজ বাঁধ ভেঙ্গে এ ঘটনা ঘটেছে।

আরওপড়ুন>>>বরিশালে সর্ববৃহৎ বঙ্গবন্ধুর ‘মানব লোগো’ প্রদর্শণ

জানাগেছে,উপজেলার রাড়ুলী ইউপির কাটিপাড়া নামক স্থানে পাইকগাছা- তালা সিমান্তে খুলনার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রিংবাঁধ দিয়ে ব্রিজ নির্মান করা কালে মঙ্গলবার দুপুরে জোয়ারের পানিতে ভেঙ্গে চিংড়ী ঘের,পানের বরজ, ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়ী ঘর ও রাস্তা ঘাট।

স্থানীয় চিংড়ী ঘের মালিক রমজান আলী জানান তার ঘের তলিয়ে যেয়ে ৫/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।এখানে ১২টি চিংড়ী ঘের। যার জমির পরিমান প্রায় ৪ শ বিঘা জমি। চিংড়ী মৌসমীর প্রথম,আগামী অমাবশ্যতে সকলেই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। তার আগেই এ ব্রিজ বাঁধ ভেঙ্গে এ ঘটনা ঘটেছে।

আরওপড়ুন>>>যশোর পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত।

স্থানীয়রা জানান কপোতাক্ষ নদের উপর ব্রীজ নির্মানের কাজ চলছে। দুই তিন মাস আগে ব্রীজের জন্য বিশাল এলাকা খনন করে রাখেন ঠিকাদার প্রতিষ্ঠান।এক পাশে পুকুর ও অন্য পাশে বালি দিয়ে বা্ঁধ দেয়া হয়। যাকে বলে বালির বাধ। যা জোয়ারের পানির তোড়ে ভাসিয়ে নিয়ে গেছে। ৪/৫ বিঘা পানের বরজ ক্ষতি হয়েছে। গরমের ধান ক্ষেত নষ্ট। বাড়ীতে জোয়ারের পানি উঠে প্লাবিত। চেয়ারম্যান আঃ মজিদ গোলদার জানান, ব্রীজের কাজ ধীর গতিতে হওয়ায় ও ঠিকাদারের গাফিলতির কারনে এত ক্ষয় ক্ষতি হলো।

আরওপড়ুন>>>ময়মনসিংহের ত্রিশালে নয়া আলো অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram