পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পাইকগাছা ডায়াবেটিকস সমিতির উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির প্রতিষ্ঠাতা ও বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ’র সভাপতিত্বে “ডায়াবেটিসের ঝুঁকি কমাতে আপনার পরিবারের সবাইকে সচেতন করুন” প্রতিপাদ্য বিষয়ের ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক মিলন রায় চৌধুরী ও প্রভাষক মাসুদুর রহমান মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাউন্সিলর কবিতা দাশ, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, হাটার সাথী সংগঠনের সভাপতি মোশারফ আলম খান বাচ্চু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, অনিতা রানী মন্ডল, নিজাম উদ্দীন, সন্তোষ কুমার সরদার, কাজী জাহাঙ্গীর হোসেন, বাসন্তী দাশ, বিবেকানন্দ ধর, শাহজাহান কবির, মনালিসা, প্রভাষক এস রোহতাব উদ্দীন, শেখ মিথুন মধু, ইব্রাহীম শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নাজমুস সাকিব নিশান, ছাত্রলীগনেতা পল্লব কুমার নাথ, চয়ন দেবনাথ, মাসুম, সাজু, আলী ও গোলাম রসুল।
