পাইকগাছায় বেকার ও দুস্থ নারীদের আয়বর্ধনমূলক ১০ দিনের প্রশিক্ষণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় বেকার ও দুস্থ নারীদের আয়বর্ধনমূলক কাজের জন্য হাতে তৈরী ব্যাগ ও কুশন কাভার তৈরী বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১০ মার্চ ) সকালে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের প্রশিক্ষণ হল মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকা) প্রকল্পের আওতায় উপজেলা মহিলা বিষয়ক দপ্তর ১০ দিনের এ প্রশিক্ষণ বাস্তবায়ন করছে।আরওপড়ুন>>>ভোক্তা অধিকার আইনে আলভিন রেস্টুরেন্টে ৫০ হাজার টাকা জরিমানা
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, পাইকগাছা প্রেসকাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল। প্রশিক্ষণে এলাকার ২০ জন বেকার ও দুস্থ নারী অংশগ্রহণ করে। ১০ মার্চ থেকে শুরু হওয়া প্রশিক্ষণটি আগামী ১৯ মার্চ সম্পন্ন হবে।
আরওপড়ুন>>>যশোরের শার্শায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়