পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলার কাটাখালী বাজার এলাকায় মটরসাইকেল চুরি করার সময় শাহীন সানা (৩৬) নামে বহিরাগত এক মটরসাইকেল চোর স্থানীয় জনতার হাতে আটক হয়েছে।
আটক মটরসাইকেল চোর শাহীন পাশ্ববর্তী কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের আব্দুল হামিদ সানার ছেলে।
পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, রোববার (২২ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে শাহীন নামে বহিরাগত ব্যক্তি পাইকগাছা উপজেলার কাটাখালী বাজার এলাকায় মটরসাইকেল চুরি করার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছে।
এ খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। আটক ব্যক্তিকে সোমবার (২৩ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।
আরো পড়ুন:
ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
অন্যের বসতবাড়ি রেকর্ড করে নেওয়ার অভিযোগে মানববন্ধন
নড়াইলে জামাই শশুরের উপর হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফেসবুকে পরিচয়-প্রেম-বিয়ে, অতঃপর
পাইকগাছায় স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণ: আটক-১
