৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

পাইকগাছায় সনাতন ধর্মালম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ২৩, ২০২০
104
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ (২৩ অক্টোবর)শুক্রবার দুপুরে উপজেলার সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দিরে প্রধান অতিথি উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতারণ করেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী।

মন্দির কমিটির সভাপতি দেবব্রত রায় দেবু’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের উপজেলা সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এড. ফরিদ আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অসিত বরন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, আওয়ামী লীগনেতা নির্মল চন্দ্র অধিকারী, জিএম ইকরামুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, কাউন্সিলর কবিতা দাশ, যুবলীগনেতা মৃনাল বিশ্বাস, খায়রুল আলম, জগদীশ চন্দ্র রায়, অখিল মন্ডল, রমেশ মন্ডল, মিজানুর রহমান মিজান, দীপঙ্কর শীল, ছাত্রলীগনেতা পার্থ প্রতীম চক্রবর্তী, মফিজুল ইসলাম, দীপক মন্ডল, আনোয়ার ইসলাম, প্রভাষক মৃন্নয় মন্ডল ও মনোরঞ্জন বিশ্বাস। পরে এ্যাডঃ সুজিত অধিকারী পৌরসভার বাতিখালী কেন্দ্রীয় মন্দির সহ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram