১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

পাইকগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটে “স” মিলের ৫ লাখ টাকার কাঠ পুড়ে ছাই

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
এপ্রিল ৫, ২০২১
125
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা)  প্রতিনিধিঃ পাইকগাছার গোপালপুর  বাজারস্থ মাষ্টার শওকত হোসেনের “স” মিলের কঠগোলা বিদ্যুতের শর্ট সার্কিটে পুড়ে গেছে।

আরও পড়ুন >>>যশোরের মণিরামপুরে নিখোজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্থানীয় ব্যাবসায়ীরা জানায় গতকাল রোববার সন্ধ্যায় কাল বৈশাখির ঝড়ে “স” মিলের বিদ্যুতের তার ছিড়ে যেতে পারে। রাতে বিদ্যুত লাইন চালু করলে গভীর রাতে (রাত আনুঃ ২ টায়) শর্ট সার্কিটে আগুনে কাঠগোলায় থাকা সাইজ কাঠে আগুন ধরে যায়।
৪ টি ঘরে অনেকগুলো কাঠ ছিল। কাঠসহ ঘর পুড়ে সম্পুর্ণ ভষ্মিভুত হয়েছে। যাতে ৫/৬ লাখ টাকার মালামাল ক্ষয় ক্ষতি হয়েছে বলে মিল মালিক শওকত হোসেন ও কাঠ ব্যাবসায়ী তাকবির হোসেন জানায়।
তাকবির জানায় সে এনজিও থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে কাঠ কিনে তকতা তথা সাইজ কাঠ কেটে মজুদ করে রাখছিল। যা সম্পুর্নটা পুড়ে গেছে।
হিতামপুরের কাঠ ব্যাবসায়ী কপিল উদ্দীনের ৩০ হাজার টাকার কাঠ পুড়ে গেছে।
রাতে সংবাদ পেয়ে আশাশুনি থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। তার মধ্যে ৪টি কাঠ ভর্তি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram