খুলনার পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাকিব (২০) নামে এক মটর সাইকেল আরোহীর করুণ মৃত্যু হয়েছে। নিহত সাকিব উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের হাফিজুল সরদারের ছেলে।
আরও পড়ুন>>>৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ
আজ বুধবার (২৭ জানুয়ারী ) বিকাল সাড়ে ৪ টার দিকে চাচা আলামিন সরদারের সাথে মটর সাইকেল যোগে কপিলমুনির দিকে যাওয়ার সময় হাবিব নগর মাদ্রাসা ও বাদাম তলার মধ্যবর্তি স্থানে পৌছালে খুলনার দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মটর সাইকেলটিকে ধাক্কা দেয়।
আরও পড়ুন>>>যশোরের শার্শায় যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে মারপিট
ট্রাকের সাথে ধাক্কা খেয়ে সাকিব গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।
আরও পড়ুন>>>গোপন ভিডিও প্রকাশের হুমকি দিলেন নায়িকা তমার পুরানো স্বামী