পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ নিলামে তোলা হলো পাইকগাছা প্রিমিয়ার ক্রিকেট লীগের খেলোয়াড়দের। রোববার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪টি ক্যাটাগরীর খেলোয়াড়দের প্রকাশ্য নিলামে তোলা হয়।
নিলামে ৮টি প্রতিষ্ঠান (টিম) অংশ নেয়। যেসব দল অংশ নেয় এরা হলো, মরিয়াম ট্রেড কর্পোরেশন, বীর নিবাস কন্ট্রাকটর্স ফাইটার, পিংকি ইন্টারন্যালশাল, উপজেলা পরিষদ টাইটান্স, পাইকগাছা পৌরসভা, সাধু খাঁ আইস ফ্যাক্টরী, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ও লস্কর লায়ন্স টিম। নিলামে সর্বোচ্চ ৫ হাজার ৭শ টাকায় এ ক্যাটাগরীর খেলোয়াড় দিনবন্ধু সাধুকে সাধু খাঁ আইস ফ্যাক্টরী ও অপু কুমার বণিককে মরিয়াম ট্রেড কর্পোরেশন ক্রয় করে। প্রতিটি টিম সর্বোচ্চ ৩৫ হাজার টাকায় ১৫জন খেলোয়াড় ক্রয় করতে পারবে।
আরও পড়ুন>>>নড়াইলে ফেসবুকে কটুক্তির জেরে সহিংসতার ঘটনায় ৫ জনের রিমান্ড
আগামী সপ্তাহে খেলা মাঠে গড়াতে পারে বলে আয়োজকবৃন্দ জানিয়েছেন। প্রিমিয়ার ক্রিকেট লীগের সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েসের সভাপতিত্বে নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা সমবায় কর্মকর্তা শেখ বেনজির আহম্মেদ, এসআই রিন্টু চন্দ্র দে।
পাইকগাছা প্রিমিয়ার ক্রিকেট লীগের
উপস্থিত ছিলেন, লীগের সাধারণ সম্পাদক ও এনআরবিসি ব্যাংকের ম্যানেজার শেখ জাহিদুজ্জামান হ্যাপি, কোষাধ্যক্ষ ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সদস্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক আলাউদ্দীন রাজা ও ফসিয়ার রহমান।
