খুলনার পাইকগাছা সরকারি কলেজের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা সরকারি কলেজের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন>>>নড়াইলে দেশী প্রজাতির মাছের পোনা অবমুক্ত
অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
আরও পড়ুন>>>যশোরের কেশবপুরে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক নাথ বিষ্ণুপদ, প্রভাষক তরুণ মন্ডল, আব্দুর রাজ্জাক বুলি, মাসুদুর রহমান মন্টু, আসমা খাতুন, মাহবুবা নাজনীন ইরানী, সুলতানা জাহান, নাজমীন নাহার, সুষ্মিতা সরকার, মাধুরী রানী, মোমিন উদ্দীন, উজ্জ্বল বিশ্বাস, আছাবুর রহমান শিমুল, প্রেসকাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, রোভার স্কাউটস্ নয়ন বিশ্বাস, সুজয়, সুমাইয়া ইয়াসমিন ও নওশীন।