১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস

প্রতিনিধি :
Shadhin Kantho
আপডেট :
ফেব্রুয়ারি ৪, ২০২৫
14
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সংগৃহিত
| ছবি : সংগৃহিত

স্বাধীন কন্ঠ ডেস্ক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কানাডার সহায়তা চেয়ে অর্থ পাচার রোধ ও পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, "শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজাত শ্রেণি, ঘনিষ্ঠ ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে এবং কানাডার টরন্টোর কুখ্যাত ‘বেগমপাড়া’ এলাকায় সম্পদ কেনাসহ এর একটি অংশ পাচার করেছে। আমরা এই অর্থ ফিরিয়ে আনতে কানাডার সহায়তা চাই।"

কানাডার প্রতিশ্রুতি

বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, "আমাদের সরকারের মাধ্যমে চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারের জন্য একটি প্রক্রিয়া বিদ্যমান। আমরা প্রধান উপদেষ্টার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এবং সহায়তা দিতে প্রস্তুত।"

গণতন্ত্রে উত্তরণের প্রতিশ্রুতি

বৈঠকে কানাডার হাইকমিশনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, "আপনারা যে মহৎ কাজটি করছেন, আমরা তাকে সমর্থন করি। আমরা জানতে চাই কীভাবে আরও সহযোগিতা করা যায়।"

বাণিজ্য ও বিনিয়োগ প্রসার

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, "ঢাকায় কানাডার আরও বিনিয়োগ দরকার। বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। আমরা চাই কানাডিয়ান কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক।" কানাডার হাইকমিশনার এ প্রসঙ্গে জানান, কানাডার একজন মন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর আলোচনা করতে।

কানাডার ভিসা অফিস স্থাপনের আহ্বান

অধ্যাপক ইউনূস ঢাকায় কানাডার একটি ভিসা অফিস স্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, "অনেক বাংলাদেশি এখন কানাডায় বসবাস ও পড়াশোনা করেন। তাই ঢাকায় একটি পূর্ণাঙ্গ ভিসা অফিস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

বৈঠকে উপস্থিত ছিলেন এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ। এই বৈঠক বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram