পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৭ আগস্ট) এই ফোনালাপে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মোদির সাম্প্রতিক ইউক্রেন সফর নিয়ে আলোচনা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি লিখেছেন, আজ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হয়েছে। বিশেষ ও সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছি। রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে মতবিনিময় করেছি এবং ইউক্রেন সফর থেকে প্রাপ্ত আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। সংঘাতের দ্রুত, স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।
ভারতের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী গত মাসে রাশিয়ায় ২২তম ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্মেলনে অংশগ্রহণের কথা স্মরণ করেছেন। উভয় নেতা বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ ও সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। তারা আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, উভয় নেতা চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক ইউক্রেন সফর থেকে প্রাপ্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি সংলাপ ও কূটনীতির গুরুত্বের পাশাপাশি সংঘাতের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষের মধ্যে আন্তরিক ও বাস্তবসম্মত যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
নরেন্দ্র মোদি সম্প্রতি ইউক্রেন সফর করেছেন। সফরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত নিয়ে আলোচনা করেন।
মোদির সফর নিয়ে ভারত ও ইউক্রেনের যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, উভয় নেতা আন্তর্জাতিক আইনের নীতিমালা অনুসারে রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রক্ষা করতে সহযোগিতা বৃদ্ধির জন্য প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।
ইউক্রেন সফরের আগে জুলাই মাসে মোদি রাশিয়া সফর করেছিলেন। ওই সময় তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন।