৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

পুরস্কারের তালিকায় হৃত্বিক রোশনের ‘সুপার ৩০’সিনেমাটি

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ২২, ২০২০
133
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

অনলাইন ডেক্স  প্রতি বছর অনুষ্ঠিত হয় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)। এবার অনুষ্ঠিত হবে ৫১তম আসর। সেখানে মনোনীত হয়েছে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের ‘সুপার ৩০’ সিনেমাটি। এছাড়া গল্লি বয়, বাধাই হো, উরি এবং সার্জিক্যাল স্ট্রাইক ছবিগুলোও রয়েছে তালিকায়।

ভারতীয় তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে যে তালিকা এসেছে সেখানে নেই বিজেপি ভক্ত তারকা কঙ্গনা রানাউতের সিনেমা মণিকর্ণিকা।

তালিকায় আছে

সুপার ৩০
অভিনয়ে : হৃত্বিক রোশন
পরিচালক : বিকাশ বাহল

বাধাই হো
অভিনয়ে : আয়ুষ্মান খুরানা, নীনাগুপ্ত
পরিচালক : অমিত শর্মা

গল্লি বয়
অভিনয়ে : রণভীর সিং, আলিয়া ভাট
পরিচালক : জোয়া আক্তার

বাহাত্তর হুরাইন
অভিনয়ে : পবনরাজ মালহোত্রা, আমির বশির
পরিচালক : সঞ্জয় পুরান সিং চৌহান

পরীক্ষা
অভিনয়ে : আদিল হুসেন, প্রিয়াঙ্কা বোস
পরিচালক : প্রকাশ ঝা

উরি : সার্জিক্যাল স্ট্রাইক
অভিনয়ে : ভিকি কৌশল
পরিচালক : আদিত্য ধর

প্রসঙ্গত, সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১৬ জানুয়ারি।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram