কলারোয়ায় পুলিশ প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনে আইন-শৃংখলা বজায় রাখতে থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯জানুয়ারী) সকাল ১১ টার দিকে থানার গোলচত্বরে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দীন।
আরও পড়ুন>>>সাতক্ষীরা কলারোয়ায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী আটক
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন, স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু ও স্বতন্ত্র মেয়র প্রার্থী জগ প্রতীকের নার্গিস সুলতানাসহ বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরতি আসনের কাউন্সিলর প্রার্থীগণ।
সভায়, থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌর নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে স্ব-স্ব প্রার্থীদের প্রচার প্রচারণাসহ বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে সকল প্রার্থীদের সহযোগীতার আহবান জানিয়ে, ভোট গ্রহনে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতার কথা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
আরও পড়ুন>>>
নড়াইলে আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন ক্যাম্পেইন কর্মসূচি
যশোরের বাঘারপাড়ায় কলেজ ছাত্র শিমুল হত্যায় জড়িত পাঁচজন গ্রেফতার
নড়াইলে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ