পুড়াপাড়া সোনালী ব্যাংকে সেবা গ্রহীতাদের সাথে শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপোর্টার: ইংরেজি নববর্ষ উপলক্ষে যশোরের চৌগাছা উপজেলায় সোনালী ব্যাংক পুড়াপাড়া শাখা কেক কেটে সেবা গ্রহীতাদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করা হয়েছে। আজ সোমবার (৪ জানুয়ারি) ব্যাংকের ম্যানেজারের রুমে এ আয়োজন হয়।
ম্যানেজার ফারুকুজ্জামান স্থানীয় সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়াকে সাথে নিয়ে কেক কাটেন। তারপর মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় ম্যানেজার ফারুকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রিন্সিপাল অফিসার ইমামুল হক, ব্যাংকের অফিসার রফিকুল ইসলাম, তামান্না ইয়াসমিন, সেবা গ্রহীতা আব্দুল মালেক, সাজেদুর রহমান, আব্দুল মজিদ ও আব্দুল আলীম।
মতবিনিময় সভায় ‘দৃপ্ত শপথ মুবিজবর্ষে, আমরা যাবো সবার শীর্ষে’ এ স্লোগানকে সামনে রেখে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা বলেন, সেবা গ্রহীতাদের সহযোগিতায় সোনালী ব্যাংক এখন সবার শীর্ষে অবস্থান করছে। ধারাবাহিকতা ধরে রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।