এই পৌরসভায় কে হবেন পরবর্তী পৌরপিতা তা নিয়ে চলছে সর্বত্র আলাপ-আলোচনা। কে পরবেন বিজয়ের মালা, সেই অপেক্ষায় ভোটাররা।
দলীয় নেতাকর্মীরা জানান, কালিয়া পৌরসভায় বিদ্রোহী মেয়র প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ায় আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ের পথ সুগম হয়েছে। বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশাবাদী দলীয় নেতাকর্মীরা।
তবে বিএনপির প্রার্থী ও সমর্থকদের দাবি, সুষ্ঠু ভোট হলে কালিয়ায় ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবেন।
এখন ভোট গণনা পর্যন্ত অপেক্ষার পালা, কে পরবেন বিজয়মালা।
আজ (শনিবার) ৩০ জানুয়ারী সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে সকালের দিকে ভোটার উপস্থিতি বেশ কম।