যশোরে প্রচন্ড কুয়াশা হাড় কাঁপানো শীত
আবদুল্লাহ আল মামুন, (মনিরামপুর) যশোর প্রতিনিধি: যশোরে প্রচন্ড কুয়াশা হাড় কাঁপানো শীত আজ ১৯ জানুয়ারী মঙ্গলবার ভোর রাত থেকেই প্রচন্ড কুয়াশায় আঁধারে ছেয়ে গেছে যশোর জেলাসহ পার্শ্ববর্তী এলাকাগুলো।
প্রচন্ড কুয়াশার হাড় কাঁপানো শীতের কারণে দ্রতগামী যানবহন গুলি খুবই সতর্কতার সহিত লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।
প্রচন্ড কুয়াশায় ও শীতে অসহায় হত দরিদ্র গরীব শীতার্ত মানুষগুলী খুবই সমস্যার মধ্যে শীতের কষ্ট ভোগ করে রাত পার করছে।
আরও পড়ুন>>>নড়াইলে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
এছাড়াও ছোট যানবাহন অটো রিকশা ভ্যান মটরসাইকেল চালকরা খুবই সমস্যার মধ্যে আছেন, কুয়াশায় রাস্তার সামনের কিছু দেখা যাচ্ছেনা,ঠান্ডায় গাড়ি চালানো খুবই কষ্টকর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব চালকদের।
দুপর গড়িয়ে সন্ধা নামার পথে ,শহর বাজারে মানুষের উপস্থিতি কম হওয়ায় ব্যাবসায়ীদের ও বেচা কেনা অনেক কম।
এছাড়াও গ্রাম গঞ্জে রাস্তার ধারে মোড়ে বাড়িতে অনেকে একত্রিত হয়ে আগুন পোহাতে দেখা যায়।
আরও পড়ুন>>>
বাংলাদেশকে অক্সফোর্ডের ২০ লাখ টিকা উপহার দিলেন ভারত, আসছে ২০ জানুয়ারি