কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা পাইকগাছার রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়কে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় শিক্ষক মিজানুর রহমানকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
আরও পড়ুন>>>কাউখালীতে বেদে সম্প্রদায়ের প্রতারণার নতুন নতুন ফাঁদে অতিষ্ঠ মানুষ
গত ১৪ ফেব্রুয়ারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর খুলনার বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী স্বাক্ষরিত অফিস আদেশে বরখাস্তের এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন>>>করোনায় ক্ষতিগ্রস্ত ৪ লাখ খামারির সরকারি প্রণোদনা পাবেন বিকাশে
উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ অক্টোবর আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায় অন্যান্য শিক্ষকদের সাথে প্রয়োজনীয় কাজে উপজেলা শিক্ষা অফিসে যায়। অফিসের স্টাফ রুমে ওই সময় অবস্থান করছিল রেজাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান। এ সময় দুই শিক্ষকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষক মিজানুর রহমান শিক্ষক রবীন্দ্রনাথ রায়কে শারীরিকভাবে লাঞ্চিত করে। এ ঘটনায় শিক্ষক রবীন্দ্রনাথ রায় জিএম মিজানুর রহমানের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করে।
আরও পড়ুন>>>কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে ক্যানেল থেকে তরুনীর বিবস্ত্র মরদেহ উদ্ধার