১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

প্রবাসীদের নিতে হবে না দ্বৈত নাগরিকত্ব সনদ

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
এপ্রিল ২১, ২০২২
22835
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
প্রবাসীদের নিতে হবে না দ্বৈত নাগরিকত্ব সনদ
ছবি- সংগৃহীত | ছবি : প্রবাসীদের নিতে হবে না দ্বৈত নাগরিকত্ব সনদ

ডেস্ক রিপোর্টঃ ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন উন্নত দেশের নাগরিকত্ব গ্রহণকারীদের বাংলাদেশে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে বা জাতীয় পরিচয় পত্র নিতে সরকারের কাছ থেকে দ্বৈত নাগরিকত্ব সনদ গ্রহণ করতে হবে না। এ ধরনের প্রবাসীদের হয়রানি কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি প্রবাসী নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বা ভোটার তালিকায় অন্তর্ভুক্তির হতে নানা রকম বেগ পেতে হচ্ছে, শিকার হচ্ছে হয়রানির এজন্য বিষয়টি কঠিন করার ভাবনা থাকলেও সেখান থেকে সরে এসেছে কমিশন। তবে যারা বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিক বা নাগরিক হতে চলেছেন, তাদের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ইসির নির্বাচন সহায়তা শাখার সহকারী সচিব মো. মোশাররফ হোসেন ইসির নির্দেশনাটি সকল উপজেলা থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। সকল আঞ্চলিক, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে- The Bangladesh Citizenship (Temporary provisions) Order, 1972 (P.0, No. 149 of 1972)-এর Article 2B (2)-তে প্রদত্ত ক্ষমতা বলে সময়ে সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এস.আর.ও অথবা পরিপত্রের আলোকে জানানো যাচ্ছে যে, যুক্তরাজ্য, উত্তর আমেরিকা (যুক্তরাষ্ট্র ও কানাডা), নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশের নাগরিককে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে দ্বৈত নাগরিকত্ব সনদ দাখিলের প্রয়োজন হবে না। এছাড়া হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশের নাগরিককেও বাংলাদেশ সরকারের কাছ থেকে দ্বৈত নাগরিকত্ব সনদ গ্রহণের প্রয়োজন হবে না।

প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং তাঁরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। এছাড়া The Bangladesh Citizenship (Temporary provisions) Order, 1978 এর Rule 4 এর sub-rule (1A) অনুযায়ী- বৈবাহিকসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকের ক্ষেত্রে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে।

আরও পড়ুন>>>কৃষি ও খাদ্য পণ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছি: প্রধানমন্ত্রী

অন্য আর এক নির্দেশনায় বলা হয়েছে- ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিদেশি কোনো নাগরিক(পুরুষ-নারী) বাংলাদেশের কোনো নাগরিকের (পুরুষ-নারী) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার বাংলাদেশি নাগরিকত্ব লাভের ক্ষেত্রে নিমরূপ বিধানাবলী প্রযোজ্য হবে:

ক) Bangladesh Citizenship (Temporary Provisions) Rules, 1978 (সংশোধন) এর Rule 4 এর Sub-rule (1) এর দ্বিতীয় শর্তাংশের clause (a) এ অনুসারে- বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে ০৪ (চার) বছর বসবাস করার বাধ্যবাধকতা রয়েছে।

খ) বাংলাদেশের নাগরিককে বিবাহ করার কারণে Bangladesh citizenship (Temporary Provisions) Order, 1972, Bangladesh citizenship (Temporary provisions) Rules, 1978 এর Rule A- (I) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এস.আর.ও নং- ৩২৮ আইন২০০৮ এর (a) অনুযায়ী, বৈবাহিক সূত্রে বাংলাদেশি নাগরিকত্ব প্রাপ্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে আবেদন করতে হবে। এক্ষেত্রে শর্ত থাকে যে, আবেদনকারীকে অ্যাফিডেফিটের মাধ্যমে নিজ দেশের নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে।

উল্লেখ্য, আবেদনকারী অ্যাফিডেফিটের মাধ্যমে নিজ দেশের নাগরিকত্ব পরিত্যাগ না করেন তবে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভের জন্য অযোগ্য বিবেচিত হবেন।

২। ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৭ এর (ক) অনুসারে- ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এমতাবস্থায়, মাঠপর্যায়ে বৈবাহিক সূত্রে কোনো বিদেশি নাগরিক (পুরুষ-নারী) কে ভোটার হিসেবে নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই তাকে তার নিজ দেশের নাগরিকত্ব পরিত্যাগের প্রমাণ হিসেবে অ্যাফিডেফিট (সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক অনুমোদিত) দাখিল করতে হবে।

ইসি কর্মকর্তারা বলছেন, এই নির্দেশনার ফলে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা আরও সহজ হবে। অনেকেই নানা প্রশ্নের কারণে আটকা পড়ে ভোগান্তির শিকার হন মাঠ পর্যায়ে। ফলে হতাশা নিয়ে ফিরে যেতে হয় বিদেশে। এখন থেকে প্রবাসী কোনো নাগরিক উন্নত কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করলেও দেশের সাধারন নাগরিকের মতোই সহজেই ভোটার হয়ে এনআইডি সংগ্রহ করতে পারবেন।

এছাড়া প্রবাসীদের স্মার্ট কার্ড প্রদানের জন্য পৃথক ভাবে আইডিইএ-২ নামে সরকারি তহবিল থেকে হাতে নেওয়া নতুন একটি প্রকল্প থেকে ১০০ কোটি টাকা রাখা হয়েছে। ২০ মে থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে আগামী ২০ মে থেকে যা চলমান থাকবে ২০ নভেম্বর পর্যন্ত। এই সময়ে দেশে অবস্থানকৃত প্রবাসীরা সহজেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে এনআইডি সেবা গ্রহণ করতে পারবে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram