৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

প্রসূতি মূত্যুর ঘটনায় শহরের দেশ ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ১, ২০২৪
9
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্ট: যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় অবস্থিত দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ভূল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে মঙ্গলবার সকালে এই অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টিম।

অভিযানে দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারের ক্রুটি থাকার কারণে তা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সাথে সাথে ভূয়া চিকিৎসকের মাধ্যমে অপারেশন পরিচালনা করে প্রসূতি মৃত্যুর এই ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামি ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২৫০ শয্য বিশিষ্ঠ জেনারেল হাসপাতালের সামনেই দীর্ঘ দিন ধরে দালার মারফতে সিজারিয়ানের রমরমা ব্যবসা চালিয়ে আসছে ১০ বেডের এই ক্লিনিকটি। স্বাস্থ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও নামধারী সাংবাদিক মেনেজ করে এই ব্যবসা ধরে রেখেছেন কিøনিকের মালিক পক্ষ। নানা অনিয়ম, ভূল চিকিৎসার অভিযোগ থাকলেও জেলার স্বাস্থ্য বিভাগ থেকে দৃশ্যমান কোনো নেওয়া হয়নি।

কিøনিকটি গেল সপ্তাহের মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) শহরের ধর্মতলার কদমতলা এলাকার শ্রাবণ ইসলামের স্ত্রী অনন্যা রহমান বৃষ্টিকে ১০ হাজার টাকায় সিজারের জন্য দালালের মাধ্যমে চুক্তি করে। চুক্তি মারফত সিজার সম্পন্ন করা হলেও রোগীর শরীরে নানা জটিলতা দেখা যায়। সিজার করেন শান্তা ইসলাম নামে এক অদক্ষ চিকিৎসক। সিজারের দুই দিন পর বৃহস্পতিবার প্রসূতির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। পরবর্তীতে রোগী শারীরিক নানা জটিলতা নিয়ে মারা যান।

নিহত রোগীর স্বামী শ্রাবণ ইসলাম ও পিতা হামিদুল ইসলাম বলেন, ভূল চিকিৎসার কারণে তাদের রোগী মারা গেছেন। ছোট নব জাতক বাচ্চাটি মাতৃহারা। রোগী মারা যাওয়ার পর নানা ভাবে তাদের হাত করার চেষ্টা করেছে ক্লিনিকটি। পরবর্তীতে কোনো ভাবে তারা মেনেজ না হলে হুমকি ধামকি দেওয়া হয়। তারা এই ঘটনার সুষ্ঠ বিচার ও ক্ষতি পূরণ দাবি করেছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম নেতা রাশেদ খান বলেন, তারা জানতে পারে প্রসূতি মৃত্যুও ঘটনায় ক্লিনিক মালিক পক্ষ্য নিহতের পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানী করছে। পরবর্তীতে তারা বিষয়টি জেলার সিভিল সার্জন কর্মকর্তাকে জানান। সিভিল সার্জন ক্লিনিকটির ওটি সিলগালা করেছে এবং তাদের ক্ষতি পূরণ সহ নায্য বিচারের অশ^াস দিয়েছেন।

জেলার সিভিল সার্জন মাহমুদ হাসান বলেন, অভিযোগের প্রেক্ষিতে দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করা হয়েছে। তাদের অপারেশন থিয়েটার বন্ধ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের নায্য বিচার ও কিøনিকটির অনিয়মের বিরুদ্ধে সকল ধরণের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনার সময় সিভিল সার্জন মাহমুদুল হাসানের সাথে আরও উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার রেহেনেওয়াজ, কেএম সফিউর রহমান, ইসরাইল হোসেন প্রমুখ।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram